কোচ সালাউদ্দিনকে প্রশয়সায় ভাসালেন লিটন দাস

কুমিল্লা পঞ্চমবারের মতো বিপিএলের ফাইনালে। এর আগে চারবার ফাইনালে উঠে সবকটিতেই শিরোপা জিতে নিয়েছে দলটি। আর শিরোপার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে সবসময় কাজ করে থাকেন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তরুণ ক্রিকেটার তো বটেই, অভিজ্ঞ খেলোয়াড়দের কাছেও শ্রদ্ধার পাত্র কোচ সালাউদ্দিন। কুমিল্লার এবারের অধিনায়ক লিটন দাসের কাছেও তিনিই সেরা কোচ। 

গতকাল কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, ‘আমার মনে হয় রংপুর তো কুমিল্লার মতনই কাছাকাছি। তারাও একই কোচিং স্টাফ, প্রায় একই প্লেয়ার নিয়ে অনেক দিন যাচ্ছে। আমার মনে হয় (সালাউদ্দিন) স্যারের কিছু ধরাবাঁধা নিয়ম আছে স্যার এক প্লেয়ারকে অনেক দিন সুযোগ দেয়। এটা স্বাভাবিক হওয়া উচিত। আপনি একটা প্লেয়ারকে এক সিজনে জাজ করতে পারবেন না।’

আরও পড়ুনঃ আমাদের একজন রাজা আছে, আমাদের সাকিব আছে

কোচ সালাউদ্দিনের মানসিকতা নিয়েও প্রশংসা করেছেন কুমিল্লার অধিনায়ক লিটন, ‘স্যার দেখে সবাই ঘরোয়া ক্রিকেটও খেলে। আমার মনে হয় এদিক দিয়ে ভালো। তার থেকে বড় জিনিস আমরা সবাই খুবই ফ্রেন্ডলি। আমাদের ম্যানেজমেন্ট থেকে যদি কোনো ছেলে নতুন আসে সে কখনওই বুঝবে না যে আমরা এত সিনিয়রদের সাথে বসে আড্ডা মারতেসি। সবাই অনেক ফ্রি, স্যার অনেক ফ্রি মাইন্ডের। একটা প্লেয়ারকে যদি স্বাধীনতা দেন খেলো, মজা করো। তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এদিক দিয়ে সালাউদ্দিন স্যার বেস্ট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *