আমাদের একজন রাজা আছে, আমাদের সাকিব আছে

সাকিবযে মুকুট বিহীন এক রাজা, সাকিব যে সেরাদের সেরা। প্রতি এক হাজার বছরে একজন সাকিব তৈরি হয়। হ্যাঁ সাকিব বিজ্ঞানের রাজা, কেননা সে যে বাংলাদেশের সবথেকে বড় বিজ্ঞাপন। সাকিব বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞপন। আপনি সাকিবকে ভুয়া বলছেন আর অন্য দেশের মানুষ তাকে আইকন ভাবছে। তার মত হওয়ার চেষ্টা করছে।

তুমি আমাকে একটা সাকিব এনে দাও বিনময়ে আমি তোমাকে একটা গোটা ক্রিকেট রাজ্য দেবো। গোটা বিশ্বথেকে সাকিব ঐ একটাই বেড়িয়েছে। সাকিব যে একের ভেতর অনেক, সাকিব যে ক্রিকেট রাজ্যর এক বিদ্রোহী রাজপুত্র। ২২ গজের ঐ রাজ্যে সাকিবের সামনে দাড়ানোর যোগ্যতা রাখে ‘ক’ জনা? ‘ক’ জনা সাহস পাই সাকিবের ঐ রক্তচক্ষু কে চ্যালেন্জ দিতে? বনবাসে যাওয়ার আগে কে পেরেছে সাকিবের রাজ্যে হানা দিতে? ‘ক’ জনের সামর্থ্য হয়েছে গত এক দশকে রঙিন পোশাকে সাকিবকে ছুঁয়ে দেখতে? কেউই পারেনি কারো সামর্থ্য হয়নি, কারণ সুপার হিরোরা সাধারণের কাতার নামে না

আরও পড়ুনঃ হঠাৎ অবাক করা তথ্য জানালেন ডি ভিলিয়ার্স

কি মনে হয় সাকিব কি শুধু বাংলাদেশের সব থেকে বড় তারকা? আসলে সাকিব পুরো বিশ্বের একজন অন্যতম সেরা তারকা যাকে একটা বার দেখার জন্য ছোঁয়ার জন্য কোটি কোটি ভাক্ত অপেক্ষা করে থাকেন। সাকিব কে অলরাউন্ডার এর বাপ বলা হয়। সাকিব ব্যাটে বলে দুদিকেই সেরা।

সাকিব একজন মহারাজা। রাজারা যেকোন পরিস্থিতি মানিয়ে নিতে জানেন। তাই তো দেশ সেরা ক্যাপ্টান মাশরাফি বলেন : অনেকেই বলেন সাকিবের বিকল্প কি? সারাবিশ্বেই নাই সাকিবের বিকল্প, আপনি সাকিবের বিকল্প চান কিভাবে।

তিনি এমন একজন যাকে ছুঁয়ে দেখতে কম-বেশি সবারই ইচ্ছা করে। সাকিবকে Master Of ARM Delivery বলা হয়। বিশ্বক্রিকেটে কিভাবে শাসন করতে হয় তার উদাহরণ একজন সাকিব। তাই তো সবাই বলে, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।

কার উদ্দেশ্যে গালি দিলেন পরীমনি

কার উদ্দেশ্যে গালি দিলেন পরীমনি

নতুন ওয়েব ফিল্মের শুটিং শেষ করলেন অপূর্ব

নতুন ওয়েব ফিল্মের শুটিং শেষ করলেন অপূর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *