মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, সকলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করাসহ সাধারণ মানুষের কাছে মণিরামপুরের চলমান উন্নয়ন কার্যক্রম ও চিত্র তুলে ধরতে হবে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এমপি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পর্যন্ত দেশের সব আন্দোলনে বঙ্গবন্ধু ছিলেন একমাত্র নেতা। নয় মাসের মুক্তিযুদ্ধে যুক্ত হতে তিনি জনগণকে প্রেরণা দিয়েছেন।
আরও পড়ুনঃ মণিরামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ষোষ, সন্দীপ ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, কাশিমনগর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দীন, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার।