মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত, ঘাতক পরিবহন আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
শোরেে মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফফার (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। তিনি পৌরসভার মোহনপুর গ্রামের মৃত. বাকা আলী বিশ্বাসের ছেলে। ঘাতক পরিবহনটি পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আজ রোববার সকল আনুমানিক সাড়ে ৯টার সময় আব্দুল গফফার মোটরসাইকেল যোগে মণিরামপুর পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মণিরামপুর পল্লী বিদ্যুতের সন্নিকটে পৌছালে পিছন দিক থেকে আসা যশোরগামী নিউ হানিফ পরিবহনটি তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফরিদুল ইসলাম তাকে মৃত. ঘোষণা করেন।

আরও পড়ুনঃ মণিরামপুরে হত্যার উদ্দ্যেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি: থানায় মামলা, আটক-৩


মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নিউ হানিফ পরিবহনটিকে উপজেলার কুয়াদা এলাকা থেকে আটক করা হয়েছে এবং থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিলো।
দুপুর ২টার সময় রিপোর্ট লেখার আগ পর্যন্ত নিহতর মরদেহ পুলিশি হেফাজতে হাসপাতালে ছিলো বলে থানার এসআই কানু জানিয়েছেন।

More From Author

মণিরামপুরে হত্যার উদ্দ্যেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি: থানায় মামলা, আটক-৩

মণিরামপুরে হত্যার উদ্দ্যেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি: থানায় মামলা, আটক-৩

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমানের সাংবাদিকদের সাথে মতবিনিময়য়

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *