শাকিব খানকে নিয়ে বরাবরই চর্চা বেশি হয়। দেশের চলচ্চিত্রের সাফল্য ও অঙ্কটাও অনেকটা নির্ভর করে এই সুপারস্টারের ওপর। একসঙ্গে তিন নির্মাতার ৩ টি চলচ্চিত্র নিয়ে এবারের বছরের শিডিউল গুছিয়ে ফেলেছেন। একটানা কাজ করে চলেছেন। হিমেল আশরাফের ‘রাজকুমার’, রায়হান রাফী’র ‘তুফান’ ও অনন্য মামুনের ‘দরদ’।
এর ভেতরে দরদ ছবিটি প্রথমে রিলিজ হবার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফলে এই ত্রয়ী ছবির প্রজেক্টে প্রথম রিলিজ পাচ্ছে হিমেল আশরাফের ‘রাজকুমার’। আসছে ঈদে ছবিটি মুক্তি পাবে। এরই ভেতরে অধিকাংশ শুটিংয়ের কাজ শেষ হয়।
সম্প্রতি এফডিসির সেটে রাজকুমারের গানের শুটিং হওয়ায়, পুরো এফডিসি প্রাঙ্গণ যেন চাঙ্গা হয়ে ওঠে। তারই একটি দৃশ্যে শাকিব খান।