টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে মৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান , উত্তবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি বিকল হয়। পরে যাত্রীরা গাড়ি থেকে নেমে রেল লাইন ধরে হাঁটাহাঁটি করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ রেখে বিকল হওয়া বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, নিহতদের এখনও নাম ঠিকানা পাওয়া যায়নি। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। রেলওয়ে পুলিশ এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে