প্রধানমন্ত্রী চান ইজতেমায় দুই গ্রুপ এক হোক: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বিশ্ব ইজতেমায় দুই গ্রুপ এক হোক। বিশ্ব ইজতেমার আয়োজন পৃথিবীর অন্য কোনো দেশে হয়নি। বাংলাদেশে এর আয়োজন হচ্ছে। তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার দুটি পর্ব সমাপ্ত হবে।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন স্থাপিত হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। মুসল্লিদের সেবা ও নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাবসহ সংশ্লিষ্ট সব দপ্তর নিয়োজিত রয়েছে। এরপর মন্ত্রী বিদেশি খিত্তা পরিদর্শন করে বিদেশি মেহমানদের শুভেচ্ছা জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. বসিরুল আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশ্ব ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মাহফুজ হান্নান, সমন্বয়কারী আবুল হাসনাত প্রমুখ।

শাকিবের মার্কিন নায়িকা কোর্টনি কফি কী বললেন ভারত গিয়ে?

শাকিবের মার্কিন নায়িকা কোর্টনি কফি কী বললেন ভারত গিয়ে?

কেশবপুরে ৩ লাখ টাকা মূল্যের দুটি জার্সি গরু চুরি

কেশবপুরে ৩ লাখ টাকা মূল্যের দুটি জার্সি গরু চুরি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *