উৎপল দে,কেশবপুর:
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ববধানে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বুধবার দিনব্যাপী শেখ রাসেল মিনি স্টিডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, ইউআরসি ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু প্রমুখ।