নিজের জীবনের সঠিক ব্যবহার করতে চাই:জায়েদ খান

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান নতুন বছরে নিয়েছেন নতুন সিদ্ধান্ত। তার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুব শিগগিরই দেশ ছাড়বেন এ সেলিব্রেটি।

সংবাদমাধ্যমে জায়েদ বলেন, নতুন বছরে নিজের জীবনের সঠিক ব্যবহার করতে চাই। তাই পুরো বছরের একটা প্ল্যানও করে ফেলেছি। খুব শিগগিরই বিদেশ ভ্রমণে বের হচ্ছি।

জায়েদ আরও বলেন, গতবছর আমেরিকা, দুবাই, মালয়েশিয়া গিয়েছিলাম। এ বছরও ফেব্রুয়ারিতে দুবাই যাব। সেখান থেকেই লন্ডন পরে ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণের ইচ্ছা আছে।

নিজের ফেসবুক পেজে কানাডা ভিসাসহ পাসপোর্ট পাওয়ার একটি ছবি পোস্ট করেন জায়েদ। ক্যাপশনে লেখেন, ১০ বছরের কানাডা ভিসাসহ পাসপোর্ট আজকে হাতে পেলাম।

দেশ ছেড়ে হঠাৎ বিশ্বভ্রমণে মন দেয়ার কারণ জানতে চাইলে জায়েদ বলেন, প্রবাসীরা আমাকে অনেক ভালোবাসেন। তাদের কারণেই বিদেশে ছুটে যাই। স্টেস পারফরম্যান্স করি। এর সুবিধা হলো বিদেশ ভ্রমণও হয়। আবার দেশের সম্পদ প্রবাসীদের সঙ্গে আলাপও হয়।

বিদেশ ভ্রমণ আর প্রবাসীদের স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকার কারণে এ বছর কি নায়কের কোনো নতুন সিনেমাই দেখতে পারবেন না দর্শকরা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *