মধুমেলার ৬ষ্ঠদিন: সাংস্কৃতিক সংগঠন 'উল্লাস' দর্শক মন জয় করলো।

মধুমেলার ৬ষ্ঠদিন:সাংস্কৃতিক সংগঠন ‘উল্লাস’ দর্শক মন জয় করলো।


মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতি অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন বুধবার বিকালে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন উল্লাস-এর আয়োজন দর্শকদের মনজয় করেছে।
সাংস্কৃতিক সংগঠন উল্লাস ও কেশবপুর প্রেসক্লাব আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক উৎপল দের সার্বিক দিক নির্দেশনায় সমগ্র আয়োজন ছিল মনোমুগ্ধকর। সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল দে’র পরিচালনায়, কবিতা আবৃতি, ক্ষুদে শিল্পীদের সমবেত সঙ্গীত, নৃত্য পরিবেশন ও বাংলাদেশ টেলিভিশন ও বেতারে শিল্পী উল্লাস ও চারুপীঠ একাডেমির সঙ্গীত প্রশিক্ষক ইন্দ্রজিৎ সাধুর একক পরিবেশনা শ্রোতাদের মন জয় করেছে বলে জানান মধুমেলা ও সঙ্গীত প্রেমিক শ্রোতারা। সংগঠনের ক্ষুদে আবৃত্তি শিল্পী শুচি, নিশাত,আলিশা,ফাইজার এর কবিতা আবৃত্তি ও প্রত্যয়ী ঘোষের নৃত্যে দর্শক শ্রোতা করতালিতে মুখরিত করে তোলে মেলা প্রাঙ্গন।
সমবেত সংগীত পরিবেশন করে সংগঠনের শিশুশিল্পী- সৃজন,উপমা,রুপকথা,এথেনা,অনুভব,পার্থিব,
হৃদিতা,অনুষ্কা,মিথিলা, রাখি ও তাথৈ।
সার্বিক তত্বাবধানে ছিলেন উল্লাস এর যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী সরকার, শ্রাবন্তী রায় ও শ্রাবণী সাহা।

শীতের সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি

হজ নিবন্ধনের সময়সীমা আরেক দফা বাড়ল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *