স্টাফ রিপোর্টে,কেশবপুর
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধুমেলার ষষ্ঠদিনে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে ' দ্বিশতবর্ষে মধুসূদন' কবিতা আলেখ্য ছিল চমৎকার পরিবেশনা। দ্বিশতবর্ষে মধুসূদন কবিতা আলেখ্যটি গ্রন্থনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের বিচিত্র অঙ্গনের স্রষ্টা। বাংলা সাহিত্যের মহাকাব্য, পত্রকাব্য, সনেট তাঁর হাতেই সৃষ্ট যা তাঁর ২০০ তম জন্মদিনে এসেও পাঠক ও গবেষকদেরকে ভাবয়। সবই উঠে এসেছে এই কবিতা আলেখ্যতে।
কবিতা আলেখ্যে অংশ নিয়েছেন সংগঠনের সভাপতি কবি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক তাপস মজুমদার, সহ সভাপতি সুব্রত বসু, সহ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মানব মণ্ডল, সদস্য মৌসুমী সরকার ও কবি অর্পিতা মজুমদার।