ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখান হামাসের

৬০ দিন যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের কাছে থাকা বন্দীদের মুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। কিন্তু হামাস এই প্রস্তাব প্রত্যাখান করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মিশরীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদের বিনিময়ে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে এমন দুই মাসের যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা।

ওই কর্মকর্তা বলেন, হামাস নেতারাও গাজা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে পুরোপুরি প্রত্যাহার করে ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।
ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী, ইয়াহিয়া সিনওয়ার ও গাজায় থাকা হামাসের অন্য শীর্ষ নেতাদের অন্য দেশে স্থানান্তরের অনুমতি দেওয়া হবে।

ওই কর্মকর্তা বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে অতীতের চুক্তিতে মধ্যস্থতা করা মিশর ও কাতার এই ব্যবধান দূর করার জন্য একটি বহুস্তরীয় প্রস্তাব তৈরি করছে।

প্রস্তাবে যুদ্ধ শেষ করা, জিম্মিদের মুক্তি দেওয়া এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে একটি রূপকল্প পেশ করা হবে।

More From Author

কী আছে শরীফার গল্পে

অমিত্রাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদদন দত্তের ২০০তম জন্মদিন

অমিত্রাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদদন দত্তের ২০০তম জন্মদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *