অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন চিত্রনায়ক শাকিব খান। প্রসাধনী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্কের পরিচালক হিসেবে যুক্ত হলেন তিনি। একইসঙ্গে তিনি কাজ করবেন অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন শপ হারল্যানের সঙ্গে।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন শাকিব।
শাকিব খান বলেন, ‘আমরা বিভিন্ন সময় নানা রকম রং ফর্সাকারী ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি। কিন্তু সেই পণ্যগুলো যদি ভেজাল হয়, তা আমাদের সুন্দর না করে উল্টো ক্ষতি করে। এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই জনসাধারণের কথা চিন্তা করে, আমি দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস পণ্য নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। এর জন্য হারল্যানের মতো দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল কসমেটিকস চেইন শপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।
জানা গেছে, সর্বাধিক ব্র্যান্ড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিমার্কের মাধ্যমে আমদানিনির্ভর কসমেটিকস খাত একটি রপ্তানিযোগ্য শিল্প খাতে রূপান্তরিত হচ্ছে।