কোনো ম্যাচ খেলার আগেই বিপিএল শেষ হয়ে গেল মোহাম্মদ হারিসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় বাংলাদেশে এবার খেলতে পারবেন না এই কিপার-ব্যাটসম্যান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার কথা ছিল তার।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাতের ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন হারিস।
পিসিবির অনাপত্তিপত্র না পেয়েও দলটির হয়ে বিপিএল খেলতে এসেছিলেন মোহাম্মদ হারিস। দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন ১৯ জানুয়ারির আগেই। কিন্তু অনাপত্তিপত্র না পাওয়ায় এর মধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলা চট্টগ্রাম কোনো ম্যাচেই খেলায়নি হারিসকে।
পিসিবির সঙ্গে হারিসের চুক্তি অনুযায়ী তিনি বছরে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না। সেই দুটি লিগ তিনি এরই মধ্যে খেলে ফেলেছেন বলেই খেলতে পারবেন না বিপিএলে। তাই তাকে দেশে ফিরতে হচ্ছে।