বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

চলতি সপ্তাহেই রাজপথের নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। অন্যদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, গণ-আন্দোলনেই বিদায় নিতে বাধ্য হবে ক্ষমতাসীনরা৷

৭ জানুয়ারির নির্বাচনের আগে নানা কর্মসূচিতে রাজপথে নিজেদের সরব উপস্থিতির জানান দিলেও নির্বাচনের পর একেবারেই নিশ্চুপ বিএনপি।

এদিকে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ডামি নির্বাচনে ডামি সরকার গঠিত হয়েছে। কোন আসনে কে পাস, কে ফেল তা পূর্বনির্ধারিত। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি নির্বাচনের নামে যেই সংসদের জন্ম দিয়েছে ভবিষ্যতে প্রতিটি টাকার হিসাব দিতে হবে বলেও উল্লেখ করে রিজভী।

বলেন, মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করছে ক্ষমতাসীনরা। এই সরকারের বিদায় হবে গণ-আন্দোলনে সরকারের ঘোষিত স্মাট যাত্রাকে প্রহসন বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি।

More From Author

কাদের সঙ্গে ডেটিংয়ে যেতে চান মধুমিতা

কাদের সঙ্গে ডেটিংয়ে যেতে চান মধুমিতা

১২ দিনে এলো ১০ হাজার কোটি টাকার রেমিট্যান্স

১২ দিনে এলো ১০ হাজার কোটি টাকার রেমিট্যান্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *