রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি বলেছেন, ফলাফল যা হওয়ার হবে, আমি হারি বা জিতি ইনশাআল্লাহ কাল (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেবো, আমি তাদের (জনগণ) সঙ্গে আছি।
তানোর উপজেলার মুণ্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন মাহিয়া মাহি।
পাস করি, আর ফেইল করি; সেটি এখন আমার কাছে বড় বিষয় না। তবে আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি, এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি, প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সাথে কথা বলেছি। মানুষের কষ্টের কথাগুলো শুনেছি, এর থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জন্য আমার অনেক কিছু করার আছে। নির্বাচিত যদি না-ও হতে পারি, আমি ব্যক্তিগত উদ্যোগে তাদের সহযোগিতা করব।
পাঁচ বছর জনগণের কাছাকাছি গেলে তাদের কাছে গিয়ে ভোট চাইতে হবে না উল্লেখ করে মাহিয়া মাহি বলেন, ‘আমি মনে করি, আপনি যদি ৫ বছর সময় পান, তাহলে সেটি যথেষ্ট। প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা সম্ভব। আমি যেহেতু প্রচারণার সময়টা কম পেয়েছি, এর মধ্যেও যথেষ্ট মানুষের কাছে গিয়েছি। ভোট কেন্দ্রগুলোতে তুলনামূলক নারীদের উপস্থিতি বেশি।