গ্রাম থেকে উঠে এসে রাতের রানী হলেন পূজা!

ভারতের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। তিনি বলিউড থেকে ঢালিউড পর্যন্ত সব জায়গায় বিচরণ করেছেন। এবার তাকে দেখা যাবে রাতের জাদুকরী রাণীরূপে।

পূজা ক্যাবারে কুইন হয়ে আসছেন ওয়েব দুনিয়ায়। উৎসব মুখোপাধ্যায়ের পরিচালনায় ক্যাবারে এবং ক্যাবারে ড্যান্সারের দুনিয়া নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘ক্যাবারেট’।

আরও পরুনঃ ভাবনার মার্কা কাক, নুসরাত ফারিয়ার লিপস্টিক

গ্রাম থেকে উঠে আসা একটি অল্প বয়সী মেয়ের কলকাতায় এসে জনপ্রিয় ক্যাবারে ড্যান্সার হয়ে ওঠার গল্প। ড্যান্সারের সঙ্গে আবার মিলিটারির প্রেমের গল্প নিয়ে আবর্তিত গোটা এই সিরিজ। দুই প্রান্তের দুই মানুষের প্রেমের ঘাত-প্রতিঘাত, সমাজের কুৎসা যেমন থাকবে তেমনই থাকবে মেয়েটির জনপ্রিয়তার শিখরে ওঠার লড়াই।

প্রথমবার এমন চরিত্র নিয়ে আসছেন পূজা বন্দোপাধ্যায়। গল্পে তিনি মিস এলিনা। অনেকদিন ধরে এরকম একটি চরিত্রের জন্য অপেক্ষায় ছিলেন পূজা। চরিত্রে যেমন অনেকগুলি শেডস রয়েছে তেমনই রয়েছে নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছেশক্তি। সবমিলিয়ে পূজা এই মুহুর্তে জমিয়ে চরিত্র যাপন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *