আরব আমিরাতের সুউচ্চ ভবন থেকে লাফ দিয়েছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওই ভবন থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন বাংলা সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিলও। তার ভাষ্য, টম ক্রুজ যদি এত উঁচু থকে লাফ দিতে পারেন, তাহলে তিনি কেন নন! যদিও ওই ভবন থেকে লাফানোর অনুমতি মেলেনি অনন্ত জলিলের। তাই থাইল্যান্ডের বহুতল ভবন থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
অনন্ত জলিল বলেন, ‘মিশন ইম্পসিবল’ সিনেমায় টম ক্রুজ যখন বুর্জ আল খলিফার চূড়া থেকে লাফিয়ে পড়েন, তখন থেকেই এ রকম উঁচু বিল্ডিং থেকে লাফ দেওয়ার ইচ্ছা আমার। বুর্জ খলিফায় ওরকম শুটিং করতে আমাদের দেবেও না কেউ। টম ক্রুজ বলে হয়তো দিয়েছে। আমি চিন্তা করলাম থাইল্যান্ডের এমন উঁচু একটা বিল্ডিং থেকে শট দেব।
আরও পরুনঃ বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকারঃ জায়েদ খান
চিত্রনায়ক জলিল আরও বলেন, ব্যাংককে পাতু নামে এমন একটি ভবন রয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমি। তারা নানা কারণে রাজি হচ্ছিল না। তারাও অনুমতি দিল না।
অনন্ত জলিল বলেন, ‘সবসময় এ ধরনের কাজ করতে চাই। আরেকজন করতে পারলে আমি কেন পারব না? এ ধরনের কাজ আমার মনে অনুপ্রেরণা জাগিয়েছে।