কাটার বদলে ফুলের তোড়া দিলেন রোনালদো

লিওনেল মেসির নামে স্লোগান দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে স্লেজিং করার বিষয়টা নতুন নয়। তবে এর মাত্রাটা বেড়েছে সৌদি প্রো লীগে। পর্তুগিজ সুপারস্টার আল নাসরে যোগ দেয়ার পর প্রায়ই স্লেজিংয়ের শিকার হচ্ছেন। প্রতিপক্ষ সমর্থকরা মেসির নামে স্লোগান দিয়ে রোনালদোকে রাগানোর চেষ্টা করে।সিআরসেভেন বেশ কয়েকবার মেজাজ হারিয়েছেনও। সবশেষ রিয়াদ ডার্বিতেও আল হিলালের দর্শকরা আল নাসর তারকা রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি মেসি’ স্লোগান দিতে থাকেন। এবার অবশ্য রাগান্বিত হননি ক্রিস্টিয়ানো। দর্শকদের উদ্দেশে দিয়েছেন উড়ন্ত চুমু।

শুক্রবার রাতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সৌদি প্রো লীগের ম্যাচে মুখোমুখি হয় আল হিলাল এবং আল নাসর এফসি। ম্যাচের বিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় রোনালদোকে দেখে ‘মেসি মেসি’ স্লোগান ধরেন আল হিলাল সমর্থকরা। এসময় মুচকি হেসে দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুঁড়ে টানেল দিয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ সুপারস্টার।

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেয়ার পর গত জানুয়ারিতেই প্রমাণ মিলেছে যে, লিওনেল মেসির নামে স্লোগান পছন্দ করেন না তিনি।

সৌদি সুপার কাপে রোনালদোর অনুশীলনের সময় তাকে রাগাতে মেসির নামে স্লোগান দিয়েছিলেন আল ইত্তিহাদের সমর্থকরা। এতে বিরক্তি প্রকাশ করেছিলেন ক্রিস্টিয়ানো। গত এপ্রিলে আল হিলাল সমর্থকরা একই কাজ করলে বাজে অঙ্গভঙ্গি করেছিলেন রন। আরেক ম্যাচে টানেল দিয়ে ড্রেসিংরুমে প্রবেশের সময় রোনালদোকে উদ্দেশ্য করে এক শিশু বলতে থাকে যে, ‘তোমার চেয়ে ভালো খেলোয়াড় মেসি।’ রোনালদোর রাগান্বিত জবাব ছিল এমন, ‘তাহলে এখানে কী করছো। যাও গিয়ে তার (মেসি) খেলা দেখো।’

রোনালদোর ‘ফ্লাইং কিস’ দেয়ার ম্যাচে অবশ্য উড়তে পারেনি তার দল আল নাসর। ৩-০ গোলে হেরেছে নেইমারবিহীন আল হিলালের কাছে। চোটের কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ব্রাজিলিয়ান সুপারস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *