চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের তফসিল ৮ ফেব্রুয়ারির মধ্যেই

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের তফসিল ৮ ফেব্রুয়ারির মধ্যেই

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও আগামী নির্বাচন সন্নিকটে।
শিল্পী সমিতির বর্তমান মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে সিনেমার গল্পও হার মানিয়েছে। কথাযুদ্ধ তো আছেই। গেল বছর এ দ্বন্দ্ব নিয়ে পুরো সময়টা আলোচনায় ছিল শিল্পী সমিতি।

সাধারণ সম্পাদকের পদটি নিয়ে জায়েদ-নিপুণের ভাগ্য এখন আদালতের হাতে। কবে নাগাদ সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব সুরাহা হবে তাও অজানা। অন্যদিকে, বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদের দুই বছর শেষের দিকে। এর মাঝেই জানা গেল, আসছে বছরের ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ ফেসবুকে কাকে হুমকি দিলেন মাহি?

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

এসময় নিজের প্যানেলের বিষয়ে বলেন, ‘গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। সামনে নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।’

এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। সম্পাদনা: তারিক আল বান্না

More From Author

ইসরাইলকে শায়েস্তা করতে সবকিছু করবে তুরস্ক: এরদোগান

ইসরাইলকে শায়েস্তা করতে সবকিছু করবে তুরস্ক: এরদোগান

দ্বাদশ জাতীয় নির্বাচনেও মনোনয়নপত্র বাতিল হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের।

আমার মনোনয়ন বাতিল নতুন কিছু নয়: হিরো আল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *