ইসরাইলকে শায়েস্তা করতে সবকিছু করবে তুরস্ক: এরদোগান

ইসরাইলকে শায়েস্তা করতে সবকিছু করবে তুরস্ক: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা উপত্যকায় গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করবে তার দেশ। রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলন থেকে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই গণহত্যার জন্য (ইসরাইলকে) শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যথাসাধ্য চেষ্টা করব। এটি শুধু (ইসরাইলের প্রধানমন্ত্রীর) ওপর নয়, নেতানিয়াহুর সরকারের পাশাপাশি সেই দেশগুলির ওপরও দায় বর্তাবে যারা নিঃশর্তভাবে এটিকে সমর্থন করে। আগামী দিনে তাদের নীরবতার জন্য তাদেরও মূল্য দিতে হবে।’

আরও পড়ুন : যশোর-৬,কেশবপুর আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২

বিশ্ব এই উদাসীনতা ভুলবে না এবং ভুলতে দেওয়া হবে না- উল্লেখ করে তুর্কি নেতা বলেন, তুরস্কসহ প্রায় তিন হাজার আইনজীবী গাজায় ইসরাইলের গণহত্যার বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছেন।
আমরা আশা করি, গাজার এই কসাইরা, গণহত্যার নায়করা, বিশেষ করে (ইসরাইলের প্রধানমন্ত্রী) নেতানিয়াহু প্রয়োজনীয় শাস্তি পাবেন,’ বলেন এরদোগান।

এর আগে এরদোগান তার ক্ষমতাসীন দলের বৈঠকে দেওয়া সাম্প্রতিক ভাষণে ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছেন।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এরদোগান বলেন, ‘ইসরাইল একটি শহর এবং এর জনগণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি অপকৌশল বাস্তবায়ন করছে। আমি খুব স্পষ্ট ও অকপটে বলছি যে, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’

More From Author

যশোর-৬,কেশবপুর আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২

যশোর-৬,কেশবপুর আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের তফসিল ৮ ফেব্রুয়ারির মধ্যেই

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের তফসিল ৮ ফেব্রুয়ারির মধ্যেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *