কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাকিল খান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই নায়ক।

সাক্ষাতের পর গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় শাকিল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন।

শাকিল খান বলেন, ‘নেত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার জন্য। এ কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও আমার আসনে আওয়ামী লীগের পক্ষে কাজ করব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার বিষয়টি উল্লেখ করে শাকিল খান বলেন, ‘‘আমি নেত্রীর সঙ্গে দেখা করেছি। উনি আমাকে বলেছেন, ‘শাকিল আমি তোমার বিষয়টি ভেবেছি। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

More From Author

সহকারী রিটাংর্নি কর্মকর্তার নিকট মনোনয় ফরম জমা দিলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

সহকারী রিটাংর্নি কর্মকর্তার নিকট মনোনয় ফরম জমা দিলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

ভয়ে শুরু হয় আজান,নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল

ভয়ে শুরু হয় আজান,নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *