সাকিব আল হাসান বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশে ফিরেছিলেন। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলার সময় আঙুলের চোটে পড়েন তিনি। আর এই চোরের কারণেই দল থেকে ছিটকে গিয়েছেন টাইগার এই অধিনায়ক। এরপর থেকেই বিশ্রামে রয়েছেন সাকিব। যে কারণে তার খেলা হচ্ছে না আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।তবে দলের সাথে না থাকলেও ক্রিকেটারদের ফোন করে খোঁজখবর নিচ্ছেন টাইগার এই অধিনায়ক।দিয়েছেন ভালো খেলার পরামর্শ টাও।
প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগের দিন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আজ সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবকে মিস করবেন কি না এবং কোনো পরামর্শ পেয়েছেন কি না যা অধিনায়কত্ব করতে সুবিধা হয়।
এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'আমরা সাকিব ভাইকে মিস করব, সব খেলোয়াড়ই মিস করবে। গতকাল রাতেই সাকিব ভাই ফোন করেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে, সবাইকে উইশ করেছে। সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন আমরা যেমনটা পারি সেটাই যেন করি আমরা।'