জাঁকজমকপূর্নভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘পাবলিক স্পিকিং অফিসিয়াল মিটআপ ২’ পাওয়ার্ড বাই ‘ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন’

জয়ন্ত চক্রবর্তী সজীব

গত ২৫শে নভেম্বর রাজধানীর গুলশান নিকেতনে জাঁকজমকপূর্নভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘পাবলিক স্পিকিং অফিসিয়াল মিটআপ ২’ পাওয়ার্ড বাই ‘ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন’ প্রোগ্রাম। এবারের মিটআপ এর মুল প্রতিপাদ্য ছিলো ‘আলোকিত বক্তা হই’। পাবলিক স্পিকিং সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। পাবলিক স্পিকিং বা জনসম্মুখে কথা বলা চর্চার মাধ্যমে আদর্শ বক্তা তৈরী ও নেতৃত্ব গুনাবলী বিকাশের জন্য কাজ করছে ‘পাবলিক স্পিকিং অফিসিয়াল’।

‘পাবলিক স্পিকিং অফিসিয়াল’ এর ফাউন্ডার জনাব মো: সোলায়মান আহমেদ জীসান তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মে আমরা শুধু সুন্দর করে কথা বলার প্রশিক্ষন দেই না বরং এর পাশাপাশি সুন্দর সুন্দর কথা বলা শেখাই। যাতে বাংলাদেশের সকল মানুষকে পজিটিভ বাংলাদেশ এর দিকে নিয়ে যেতে পারি’।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দেশের অত্যন্ত জনপ্রিয় মিডিয়া সেলিব্র্যাটি এবং পেন্টাগন ইন্ডাষ্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর জনাব অন্তু করিম। পাবলিক স্পিকিং সম্পর্কে গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন ‘দ্যা মার্কেটি ফ্যাক্টরী লি:’ এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব চৌধুরী দাওলাত মো: জাফরী, নিউজ প্রেজেন্টেশন ও শুদ্ধ বাংলায় চর্চা নিয়ে আলোচনা করেন গণমাধ্যম ব্যাক্তিত্ব ও টেলিভিশন উপস্থাপক জনাব ড. জামিল আহমেদ। সেখানে আরো বক্তব্য প্রদান করেন ‘মিতা ফেব্রিক্স লিমিটেড’ এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব মো: ফকরুল ইসলাম রনি, ‘এসএস গ্রুপ’ এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আমান উল্লাহ্, ‘ফ্রেসেনিয়াস-কাবি’ এর কান্ট্রি ম্যানেজার জনাব শাহেদ হোসেন, ‘টাইমেক্স গ্রুপ’ এর সিইও জনাব সৌরভ আল জাহিদ।

ইন্টারভিউ প্রেজেন্টেশনের উপর প্রশিক্ষন দেন এইচ আর জেনারেলিস্ট জনাব মো: মশিউর রহমান। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্ট্রার অধ্যাপক জনাব মো: শাহ আলম চৌধুরী, ঢাকা রয়েল ইউনিভার্সিটির ডিন (ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড আর্টস) জনাব ড. এম.এ.বি সিদ্দিকী (দিপু)এবং ‘ক্লাসরুম বাংলাদেশ’ এর ফাউন্ডর জনাব এম কে মুন্না সহ অনেক গন্য মান্য ব্যাক্তি বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *