কোন সিনেমা দিয়ে শাকিব খান অভিনয় জীবন শুরু করেন

শাকিব খান ২৮ মার্চ ১৯৭৯ সালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তিনি জন্মের সময় মাসুদ রানা নামেই জন্মে ছিলেন। বাবার নাম আব্দুর রব এবং মায়ের নাম নূরজাহান।

জানা যায় শাকিব খানের বাবা একজন সরকারি কর্মচারী হওয়ায় তাকে ছোট বেলায় অনেকগুলো জায়গা পরিবর্তন করতে হয়। তিনি মাধ্যমিক পাস (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক পাস (এইচএসসি) সফলতার সাথে সম্পন্ন করেন। এইচএসটি পাসের পর তিনি আর উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেননি।

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত “অনন্ত ভালবাসা” চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খান তার অভিনয় জীবন শুরু করেন। যদিও শাকিব খানের প্রথম সিনেমা “সবাইতো সুখী হতে চায়” হলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা “অনন্ত ভালবাসা”।

বর্তমানে তিনি ২৪৫ টিরও অধিক সিনেমায় অভিনয় করেন। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত একজন অভিনেতা। এছাড়া তিনি অভিনয় জগতে অসংখ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে শাকিব খান একজন অভিনেতা, প্রযোজক ও গায়ক বটে।

More From Author

শাকিব খানের জুটি হতে গেলে তার বউ হওয়া লাগবে : স্বাগতা

হঠাৎ কেন বিরক্ত সারা টেন্ডুলকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *