এবার বিনোদন জগতের জনপ্রিয় তারকারা নৌকায় উঠতে ভিড় জমিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন একাধিক জনপ্রিয় মুখ।
মাসুম পারভেজ রুবেল:
বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন এই অভিনেতা। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। রুবেল ছাত্রলীগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
শাকিল খান:
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্র নায়ক শাকিল খান। শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মাহিয়া মাহি:
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন ফরম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জমা দেন।
মমতাজ বেগম:
আগের মেয়াদে মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এবারও একই আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন তিনি।