সড়ক দুর্ঘটনার মামলায় চালককে আটক করলো পুলিশ

সড়ক দুর্ঘটনার মামলায় চালককে আটক করলো পুলিশ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইরফান উল্লাহকে ধাক্কা দেয় বাসের চালক জাভেদ হোসাইনকে আটক করেছে ময়নামতি হাইওয়ে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার এসআই ও মামলার তদন্তের দায়িত্বে থাকা নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, ‘ ঢাকা মেট্রো-ব-১৫-১৬৪৮ রেজিস্ট্রেশন নম্বরধারী তিশা প্লাস বাসটির চালক জাভেদ হোসাইনকে আমরা আটক করেছি। আটকের পর আমরা আদালতে তাকে সোপর্দ করেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘থানা থেকে জানানো হয়েছে অজ্ঞাতনামা সেই ড্রাইভারকে আটক করা হয়েছে। আমরা চাই যে ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক।’

এর আগে গত ৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান উল্লাহ(২৪) ঢাকাগামী তিশা বাসের ধাক্কায় আহত হন। অবস্থা বিবেচনায় কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকায় নিয়ে যেতে বলেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। দুর্ঘটনার দিন (৯ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা হিসেবে বাসের চালকের নামে মামলা করেন।

More From Author

তাপস-বুবলির প্রেম নিয়ে,মুন্নি-অপু বিশ্বাসের কল রেকর্ড ফাঁস!

প্রথমবারের মতো বলিউডে মুক্তি পাচ্ছে জয়ার সিনেমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *