৫ বার শ্রেষ্ঠ অভিনেত্রীর হলেন জয়া আহসান

এই নিয়ে ৫ বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। কলকাতায় জয়ার দশম অবতার মুক্তি উপলক্ষে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

বিদেশে থাকলেও দেশে থেকে পেয়েছেন সুসংবাদ। অনূভূতি ব্যক্ত করে জয়া বলেন, প্রত্যেকটি পুরস্কার আনন্দের, ভালো কাজের প্রাপ্তি। পুরস্কার ঘোষণার পর চারদিক থেকে সুসংবাদ আসছে। তবে আমি ‘বিউটি সার্কাস’ টিমকে ধন্যবাদ জানাই। তারা না থাকলে এটা অর্জন হয়ত সম্ভব ছিল না।

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান।

এর আগে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জয়া আহসান।

এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ ও অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে একই বিভাগে আরও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

More From Author

কতো তারিখ মুক্তি পাবে জিৎ-মিমের ‘মানুষ’ সিনেমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ ৭ ফটকে ছাত্রদলের তালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *