ডিএমপির পর্যবেক্ষণের জন্য বিএনপির সমাবেশ ঘিরে থাকবে সিসি ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সমাবেশে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বসানো হচ্ছে। কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে।

শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনের নাইটিংগেল মোড়ে একটি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের কিছু কর্মীকে এই সিসি ক্যামেরাগুলো লাগাতে দেখা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘সমাবেশের দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। কোনো দাঙ্গা-হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে। সমাবেশস্থলে সিসি ক্যামেরা ও ড্রোন থাকবে এবং গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন।

২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। নানা নাটকীয়তার পর গতকাল সন্ধ্যায় সেখানেই ২০টি শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।

More From Author

কঠোর অবস্থানে পুলিশ, গাড়ি থামিয়ে চলছে তল্লাশি

অলিতে-গলিতে হাজার হাজার জামায়াত-শিবিরের নেতা-কর্মী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *