স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে পুরাতন ভোটকেন্দ্র ফেরাতে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামের আলমগীর হোসেন এলাকাবাসীর পক্ষে এ আবেদন করেছেন।
জানা গেছে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডটি মির্জাপুর ও বিষ্ণুপুর গ্রাম নিয়ে গঠিত। এ ওয়ার্ডের মানুষেরা নির্বাচনে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যেতেন। এটি স্থানান্তরিত হয়ে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভোটকেন্দ্র করা হয়েছে। সেখানে আশ্রয় কেন্দ্র হওয়ায় নিচের তলায় কোন কক্ষ নেই। এর ফলে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠে ভোট দেওয়া কষ্টকর। এ ছাড়া নতুন ভোটকেন্দ্রটি দুই গ্রামের এক পাশে অবস্থিত ও সেখানে যাতায়াতের তেমন ভালো ব্যবস্থা নেই। এলাকাবাসীর সুবিধার্তে পূর্বের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিংবা পাশের মির্জাপুর দাখিল মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হয়েছে।