কেশবপুরের সব্জীর বাজার চড়া তিন দিনের বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের বেহাল অবস্থা 

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর)

গত তিন দিনের ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টিতে নিম্নআয়ের মানুষের বেহাল অবস্থা বিরাজ করছে।

কেশবপুরের বিভিন্ন বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট বসিয়ে ইচ্ছে মাফিক মুল্যে সব্জী বিক্রি করছে। সরকারের বেঁধে দেয়া আলু,  পেঁয়াজ এখন ধরাছোঁয়ার বাইরে। বাজার গুলোতে আলু ৩৬ টাকার স্থানে ৪৫ টাকা, পেঁয়াজ ৮০/৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

সরকারের তদারকি অফিসার বা কমিটির কোন নজরদারি নাই। 

কাঁচাঝাল প্রতি কেজি ২০০ টাকা, ওল ৮৫ টাকা, পাতাকপি ৬০ টাকা,পটল ৪০ টাকা, কুমড়া ৪০ টাকা, আদা ৬শ টাকা, শুকনাঝাল ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে। 

ভাত জুটলেও তরকারি জোটানো কঠিন। 

গত তিন দিনের বৃষ্টিতে ভ্যানচালক,  শ্রমজীবী মানুষের বেহাল অবস্থা বিরাজ করছে। 

বাজার মনিটরিং করার কোন খবর নাই।  ইচ্ছে খুশি মতো চলছে বাজারগুলো।

কেশবপুর উপজেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী বলেন,সরকারের বাজার মনিটরিং এর দায়িত্বে যারা আছেন তাদের কোন নড়াচড়া না থাকার কারণে বাজার গুলোতে ইচ্ছে মাফিক বিক্রি করছে।  এগুলো নিয়ন্ত্রণে জরুরী ব্যবস্থা নেয়া উচিৎ। 

More From Author

এত টাকা পরীমণি কোথায় পান, জানালেন নিজেই!

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার আলাদা হওয়ার কারণ যা জানলে অবাক হবেন আপনিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *