আর দেখা যাবে না ‘আগ্রাসী’ কোহলিকে!

ক্রিকেট মাঠে নামলেই অন্যরকম চরিত্র ধারণ করেন বিরাট কোহলি। তার শরীরি মেজাজ থাকে ‘আগ্রাসন’ আর মানসিকতায় এক বিন্দুও ছাড় না দেওয়ার মনোভাব। ভারতের এই তারকা ক্রিকেটারকে ২২ গজের মঞ্চে সবসময় স্লেজিং ও প্রতিপক্ষ মানসিকভাবে দুর্বল করার চেষ্টায় মগ্ন থাকতে দেখা যায়। তবে সেই কোহলির নাকি আর দেখা মিলবে না! এ কথা তিনি নিজেই জানিয়েছেন, বদলে যাওয়ার কথা বলেছেন ভারতের সাবেক অধিনায়ক।

ম্যাচের প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে মারমুখী অবস্থানে কোহলিকে দেখতেই অভ্যস্ত দর্শকরা। তাই শান্ত মেজাজের কোহলিকে কল্পনা করা তাদের জন্য কিছুটা কষ্টসাধ্য-ই বটে। তার এমন ভাব-ভঙ্গি নিয়ে যেমন সমালোচনা রয়েছে, তেমনি ম্যাচের উত্তেজনা ও রোমাঞ্চ বাড়িয়ে দেওয়ার স্বীকৃতিও রয়েছে তার।

ঘরের মাঠে এবার বিশ্বকাপ খেলতে নামছেন কোহলি-রোহিতরা। দীর্ঘদিন শিরোপাখরায় ভোগা দলটির এবারের লক্ষ্য বেশ বড়। ফেভারিট হিসেবেই তারা ত্রয়োদশ আসরের চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবে। ব্যক্তিগত কিছু ইতিহাস গড়ারও হাতছানি দিচ্ছে কোহলির সামনে। তার আগে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে দেওয়া সাক্ষাৎকারে নিজের মনোভাব তুলে ধরেছেন তিনি। যেখানে তিনি বলেন, ‘আগে অনেকবার রেগে গিয়ে উচ্ছ্বাস করেছি। কিন্তু এখন এগুলো সবই অতীত।’

More From Author

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেশবপুর উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 

নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ওবায়দুল কাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *