অসুস্থ বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আগে জেলে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমটি প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার প্রচার করে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকার কোনো বিবেচনা করছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে আদালতে যেতে হবে; আদালতের অনুমতি নিতে হবে।’
যদি সে বিদেশে চিকিৎসা নিতে চায়, তবে তাকে বাসায় থাকার যে সুযোগটা দিয়েছি, সেটা আমাকে প্রত্যাহার করতে হবে। তাকে আবার জেলে যেতে হবে; আদালতে যেতে হবে। তারপর আদালতের কাছে আবেদন করতে হবে। আদালত অনুমতি দিলে সে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে।