২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। আট ম্যাচে পাঁচটি অর্ধশতক ও দুটি শতক যোগে মোট ৬০৬ রান করেছিলেন তিনি। এবারও একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চান ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি চাই এই বিশ্বকাপে চার থেকে পাঁচটি সেঞ্চুরি করতে, ঠিক যেমনটি রোহিত শর্মা ২০১৯ বিশ্বকাপে করেছিল’।
নিজের সেঞ্চুরি করার ইচ্ছা প্রকাশের পাশাপাশি দলের টপ অর্ডারের প্রতিও ভরসা দেখিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘তবে আমি আশা করছি দলের প্রথম তিন ব্যাটসম্যান এত ভালো করবে যে আমাকে খুব বেশি ব্যাটিং করতে হবে না’।
সাকিবের এই কথার মাধ্যমে বুঝা যাচ্ছে বিশ্বকাপে সম্ভবত চার নম্বরে ব্যাটিং করবেন তিনি।
বর্তমানে বিশ্বকাপ খেলতে ভারতের গুয়াহাটিতে অবস্থান করছে বাংলাদেশ দল।
বাংলাদেশের বিশ্বকাপ দলঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।