আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুর, বিকেলে জরুরি বৈঠকে বসছে বিএনপি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। তারই অংশ হিসেবে দুপুরে ঢাকার আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনের সামনে সমাবেশ করতে চেয়েছিল দলটি। কিন্তু রাতের অন্ধকারে নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ পুলিশের উপস্থিতিতে ভেঙে দেওয়ার অভিযোগ করছে দলটি। এ ঘটনায় ঘোষিত সমাবেশ স্থগিত করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছে ঢাকা জেলার নেতৃবৃন্দ।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার ফলে আজকের ঘোষিত সমাবেশ ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্থগিত করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলার নেতৃবৃন্দ বৈঠকে বসবেন। সেখানে সিদ্ধান্ত হবে আগামীকাল কোথায় কখন সমাবেশ হবে।

জানা গেছে, আগামীকাল একই সময় একইস্থানে সমাবেশ করার চিন্তা রয়েছে ঢাকা জেলা বিএনপির। এদিকে, আজ দুপুরের পর ধোলাইখালের সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও রাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় বলেন, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন দিয়ে বলেন- আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।

More From Author

খালেদা জিয়ার অসুস্থতার কথা বলতে গিয়ে কাঁদলেন ফখরুল

খালেদা জিয়ার কিছু হলে কারও অস্তিত্ব থাকবে না: আব্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *