হাজারো দ্বীপ নিয়ে একটা দেশ হয় কী করে!

ধুর, তা–ই হয় নাকি!

ছাত্রজীবনে মালদ্বীপ নিয়ে জানার পর মনে মনে এমন অবিশ্বাসই জন্মেছিল। অবিশ্বাসটা সপ্তাহ দুয়েক আগে পর্যন্তও ছিল।

আমাদের উড়োজাহাজ মালদ্বীপের আকাশসীমায় পৌঁছানোর পর থেকে ধীরে ধীরে অবিশ্বাসটা কাটতে থাকে।

উড়োজাহাজটি যতই মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল, ততই সাগরের বুকে থাকা ছোট ছোট দ্বীপ দৃশ্যমান হচ্ছিল। পাখির চোখে নীল সমুদ্রের মাঝখানে দ্বীপগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর নিখুঁত শিল্পকর্ম।

এই শিল্পকর্ম দেখতে চোখ এদিক-ওদিক করতে করতে হুট করেই উড়োজাহাজটি নেমে পড়ে সাগরলাগোয়া ছিমছাম ছোটখাটো বিমানবন্দরটিতে।

মনে একটা আক্ষেপ জেগে ওঠে। ইশ্, উড়োজাহাজটি আর কিছুক্ষণ আকাশে থাকলে কী ক্ষতি হতো। ওপর থেকে আরেকটু সময় নীল জলের সাগর ও দ্বীপ দেখে মন জুড়ানো যেত।

More From Author

বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখতে বললেন তামিম

আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তামিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *