বৃষ্টি পুরোপুরি না থামা পর্যন্ত ডেঙ্গু থেকে স্বস্তি পাওয়ার সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। প্রবল বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার ডিম ও লার্ভা ভেসে যায়। পাখা ভেঙে মারা যায় অনেক পূর্ণবয়স্ক মশা।
এ কারণে মশার উপদ্রব, সেই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ কিছু দিনের জন্য কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাঁরা বলেছেন, বৃষ্টি থেমে থেমে না মুষলধারে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। বৃষ্টিতেও তাপমাত্রা কমছে কি না সেটি গুরুত্বপূর্ণ। কারণ বৃষ্টি থামার পরই যদি গরম পড়ে যায়, তাহলে মশাও বাড়ার আশঙ্কা থাকে।
কারণ ভারি বৃষ্টিতে মশার লার্ভা কমে ভেসে গেলেও নতুন করে মশার প্রজননস্থল তৈরি হয়। আর মশা প্রজননের উপযোগী তাপমাত্রা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে মশা বাড়তে থাকে।