বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ পর্যায়ের প্রস্তুতির ভালো মঞ্চ হতে পারে নিউজিল্যান্ড সিরিজ। তবে এতে বাধ সেধেছে বৃষ্টি, যার কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেছে। ফলে ম্যাচে কেবল বোলিং করেছিল টাইগাররা, ব্যাট হাতে তারা নামার আগেই ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ কিউইদের মোকাবেলা করবে লিটন দাসের দল।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দ্বিতীয় ম্যাচের আগেরদিন (শুক্রবার) দুই দলই কাটিয়েছে বিশ্রামে। তবে প্রথম ম্যাচে মিরপুরের উইকেট নিয়ে চলছে সমালোচনা। বিশ্বকাপের আগে ব্যাটিং ঝড়ের বদলে মিরপুরে নিষ্প্রাণ উইকেটের দেখা মিলেছে। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এ বিষয়ে কথা বলেছে দুই দলই।
শুরুতে বাংলাদেশ কোচ নিক পোথাস বলছিলেন, ‘আমরা পিচকে রেটিং করছি না। গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। পিচ বড় জোর দুই ঘণ্টা রোদ পেয়েছে। আপনি এতে আর কি আশা করেন? গামিনির পক্ষে তো মিরাকল ঘটানো সম্ভব না। আমার মনে হয়েছে অল্প সময়েও তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন।’