রাজধানীতে দেখা গেছে এক অবাক কাণ্ড। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভিক্ষা নিয়েছেন ভিক্ষুক। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজধানীর অভিজাত এলাকায় গুলশান-২ নম্বরে। এদিন বিকেল ৪টার দিকে গুলশান-২ থেকে গুলশান-১ নম্বরে যাচ্ছিলেন অ্যাডরোল এডুকেশনের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা তূষার মালেক। গুলশান-২ ট্রাফিক সিগন্যালে হঠাৎ ষাটোর্ধ্ব এক নারী এসে ভিক্ষা চান তূষার মালেকের কাছে।
তূষার মালেক জানান, সচরাচর ভিক্ষুকদের খালি হাতে ফেরান না তিনি। কিন্তু আজ টাকা ক্যাশ না থাকায় ঐ ষাটোর্ধ্ব নারীকে বলেন তার কাছে নগদ টাকা নেই। তাই তিনি দিতে পারছেন না। তখনই ঐ নারী বলেন, স্যার আমার বিকাশ আছে, আপনি চাইলে আমার বিকাশে টাকা দিতে পারেন।
বয়োজ্যেষ্ঠ নারী কথাশুনে রীতিমতো চমকে যান তূষার মালেক। অবাক হয়ে বলেন সত্যি আপনার বিকাশ নম্বর আছে? তাহলে বলুন নম্বরটি, আমি এখনই দিচ্ছি। ঐ নারী তখন তরতর করে মুখস্থ বিকাশ নম্বর বলে ফেলেন। তূষার মালেক অবাক চোখে চেয়ে থেকে শেষ পর্যন্ত তার বিকাশে সেন্ড মানির মাধ্যমে টাকা পাঠান।
তখন ষাটোর্ধ্ব ঐ নারী ব্যাগ থেকে মোবাইল বের করে চেক করেন বিকাশে আসা টাকা। এসএমএস দেখেই হাঁসি ফোটে তার মুখে। ব্যালেন্স চেক করেই দোয়ার সাগরে ভাসান তূষার মালেককে। তূষার মালেক বলেন, বিষয়টা আমাকে অবাক করলেও খুশি হয়েছি। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মোবাইল ব্যাংকিং পৌঁছে যাওয়ায় তারা উপকৃত হচ্ছে।