করিম বেনজেমাকে ছাড়াই ইত্তিহাদকে জেতালেন কন্তে-রোমারিনহোরা

কালচক্র ডেস্ক:: দলের বড় তারকা করিম বেনজেমা ছাড়াই প্রো লিগে দারুণ জয় পেয়েছে আল ইত্তিহাদ। ব্রাজিলিয়ান রোমারিনহা, কন্তেরা আল ফাতেহকে হারিয়েছেন ২-১ গোলে।

ফরাসি তারকা বেনজেমা সৌদীর ফুটবলে যাওয়ার পর থেকেই ইত্তিহাদের একাদশে ছিলেন নিয়মিত। তবে আল ফাতেহের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি। বড় তারকাকে ছাড়া খেলতে নামা ইত্তিহাদ হারিয়েছে প্রতিপক্ষদের।

আল ফাতেহের বিপক্ষে এই জয়ে প্রো লিগে টেবিলের শীর্ষে উঠেছে আল ইত্তিহাদ। সাত ম্যাচে ৬ জয়ে ইত্তিহাদের পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ১৭।

তিন গোলের ম্যাচটির সবক’টি গোলই হয়েছে প্রথমার্ধে। হেরে যাওয়া আল ফাতেহ লিড নিয়েও জিততে পারেনি। ম্যাচের ৩০তম মিনিটে মারওয়ানে সাদানের গোলে এগিয়ে যায় ইত্তিহাদ। ১-০ গোলের লিড মিনিট আটেক ধরে রাখতে পারে দলটি।

৩৮তম মিনিটেই সমতায় ফেরে ইত্তিহাদ। রোমারিনহোর গোলে ম্যাচের স্কোর লাইন হয় ১-১। সমতায় থাকা ম্যাচে প্রথমার্ধেই লিড নেয় ইত্তিহাদ। প্রথমার্ধের যোগ করা সমযের প্রথম মিনিটেই কন্তের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পিছিয়ে পড়ে বিরতিতে যায় ফাতেহ।

বিরতির পর আল ফাতেহ ম্যাচে ফেরার চেষ্টা করে। ইত্তিহাদও গোল ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠে। তবে দু’দলের কেউই কারো জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত তাই ইত্তিহাদ ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

রাজধানীতে বিকাশের মাধ্যমে ভিক্ষা নিলেন ভিক্ষুক

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ দাম মুশফিকের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *