স্টাফ রিপোর্টার,কেশবপুর( যশোর)
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন কেশবপুর উপজেলা আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসেইন মুহম্মদ ইসলাম।
শনিবার সন্ধ্যায় সুফলাকাঠি ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আনোয়ার আলী সরদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, প্রাক্তন শিক্ষক রেজাউল ইসলাম, আব্দুস সবুর মোল্লা, আব্দুল হালিমসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ব্যারিস্টার হুসেইন মুহম্মদ ইসলাম তার বক্তব্যে বলেন দেশে যে উন্নয়ন বহমান এটা ধরে রাখা দরকার, সংসদীয় আসনের সন্তান হিসেবে তিনি এ আসনে দলের সভানেত্রীর কাছে মনোনয়ন চাইবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।