আগামী সংসদ নির্বাচন বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো কনসার্ন পাইনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল-সিডব্লিউইআইসি নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন কিংবা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা করছেন না ব্যবসায়ীরা। উল্টো দেখছি-সব ব্যবসায়ী বলছেন গত ১৫ বছরের রাজনৈতিক স্থিতিশীলতায় তারা খুবই সন্তুষ্ট। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা আরামে তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন বলেও উল্লেখ্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। শুধু তাই নয়, ব্যবসায়ীরা আশা করছেন আগামীতেও রাজনৈতিক পরিস্থিতি এমন স্থিতিশীল অবস্থা বজায় থাকবে।
সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। তবে লাভ নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়।
আগামী সংসদ নির্বাচন বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো কনসার্ন পাইনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল-সিডব্লিউইআইসি নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন কিংবা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা করছেন না ব্যবসায়ীরা। উল্টো দেখছি-সব ব্যবসায়ী বলছেন গত ১৫ বছরের রাজনৈতিক স্থিতিশীলতায় তারা খুবই সন্তুষ্ট। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা আরামে তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন বলেও উল্লেখ্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। শুধু তাই নয়, ব্যবসায়ীরা আশা করছেন আগামীতেও রাজনৈতিক পরিস্থিতি এমন স্থিতিশীল অবস্থা বজায় থাকবে।
সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। তবে লাভ নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের সংবিধান আছে, গণতন্ত্র আছে। নির্বাচন সংবিধান অনুযায়ী হয়ে এসেছে আবারও হবে। রাজনৈতিক স্থিতিশীলতা আছে। এটাই বাংলাদেশের বড় শক্তি।’
এ সময় তার সামনে দেশের ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ ও এনবিআরের নানা হয়রানির কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তিনি হয়রানি বন্ধে কাজ করার আশ্বাস দেন। এ জন্য ব্যবসায়ীদের তিনি এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে এক হয়ে কাজ করার পরামর্শও দেন।