২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা আবারও মাঠে নামছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে লড়বে মেসি-মার্টিনেজরা। ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলগত অনুশীলন সম্পন্ন করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ছয়টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। দুর্দান্ত ছন্দে থাকা মেসিকে ঘিরেই ইকুয়েডরকে হারানোর পরিকল্পনা সাজিয়েছে দলটির কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপজয়ী মেসি ছাড়াও এদিন আর্জেন্টিনার জার্সিতে শুরুর একাদশে সম্ভাব্য সেরা তারকাদেরই নামাবে স্কালোনি। মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টার, ওটামেন্ডি, রদ্রিগো ডি পলের মতো তারকা ফুটবলাররা শুরু থেকেই ইকুয়েডরের বিপক্ষে লড়বেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার আগে জুনে দুইটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনজালেজ; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ।