৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি

সরকারের পদত্যাগ, নির্বাচবকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আবারও গণমিছিল করতে যাচ্ছে বিএনপির। আগামী ৯ সেপ্টেম্বর শনিবার রাজধানীতে যুগপৎভাবে এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, ‘কর্মসূচি আসবে। তবে, কি কর্মসূচি আমি জানি না।’

বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলিয়ে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। এছাড়া আরও বেশ কয়েকটি দল অভিন্ন দাবিতে আন্দোলন করছে। যদিও তারা যুগপৎ আন্দোলনের বাইরে রয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *