স্টাফ রিপোর্টার,কেশবপুর ( যশোর)
যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যুগাবতার শ্রী শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বুধবার সকালে কেশবপুর রতন শ্রীগঞ্জ বাজার কালী মন্দিরে প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর ইউনিয়ন ও কেশবপুর পৌর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপন মুখার্জি
অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণ দেন বক্তব্য রাখেন এসব পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আরিফুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা পূজা যেমন পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার সুকুমার সাহা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ -উজ জামান খান, আলোচনা অনুষ্ঠান শেষে একটি মঙ্গল শোভাযাত্রা কেশবপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ( তদন্ত) শুভ্র প্রকাশ দাস, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর শাখার সাংগঠনিক সম্পাদক গৌতম রায়।