যুবলীগ নেতার হাতের কব্জি কাটার মামলায় আসামি আ.লীগের ৩০ নেতা-কর্মী

নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি কেটে দেয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে প্রধান আসামি করে মামলা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর থানায় মামলাটি করেন মিঠুনের ছোট ভাই মো. স্বপ্ন বাদশা।

মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারিপাড়া এলাকায় ৩নং পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। এ সময় সন্ত্রাসীরা মিঠুনের ডান হাতের কব্জি কেটে ফেলে। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আরও পাঁচজন আহত হন। যুবলীগ নেতা মিঠুন বর্তমানে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধিন আছেন। তার অবস্থা এখানো শংঙ্কামুক্ত নয়।

এ ঘটনায় মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে।

More From Author

চুরি করতে এসে ঘরে কিছু না পেয়ে রেখে গেল টাকা

দুই বাংলাদেশিকে পিটিয়ে সীমান্তে রেখে গেল বিএসএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *