চুরি করতে এসে ঘরে কিছু না পেয়ে রেখে গেল টাকা

চুরি করতে এক দল চোর তালা ভেঙ্গে একটি ঘরে প্রবেশ করলেন। উদ্দেশ্য ছিল ঘরে থাকা মূল্যবান সম্পদ কিংবা টাকা পয়সা লুট। তবে ঘরে ডুকে নেওয়ার মত কিছুই পেলেন না চোরের দল। কিছু না পেয়ে উল্টো ঘরের মালিকের অসহায়ত্বের কথা ভেবে তার জন্য রেখে গেলেন টাকা।

সোমবার (২৪ জুলাই) হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঘটনাটি ঘটেছে
ভারতের নয়াদিল্লির রোহিণীর ৮ নম্বর সেক্টরের একটি বাড়িতে।
পুলিশ জানায়, মোবাইল ফোনের মাধ্যমে ওই বাড়িতে চুরির কথা শুনেছিল তারা। পরে উত্তর রোহিণী থানার পুলিশ ওইএলাকায় যায়।

অভিযোগকারীর বয়স প্রায় ৮০ বছর। তিনি পুলিশকে জানান, তাদের ছেলে গুরগাঁওয়ে থাকে। এ কারণে গত ১৯জুন সকালে স্ত্রীকে নিয়ে ছেলের কাছে যান তিনি। এরপর শুক্রবার সকালে প্রতিবেশীরা ফোন করে জানায় তাদের ঘরেরদরজা ভাঙা।


তিনি বলেন, এরপর তারা বাড়ি ফিরে যান। তিনি দেখেন তাদের ঘরের দরজার তালা ভাঙা। কিন্তু ঘরে ঢুকে
দেখেন, চোরের দল কিছুই নেয়নি। কারণ তাদের ঘরে মূল্যবান কিছু নেই। এমনকি আলমারিও হারিয়ে
যায়নি। তবে তারা দেখেন, পাঁচশ টাকা রেখে গেছে চোরের দল। এটা দেখে তারা হতবাক। চোর যে এত
মানবিক হবে তা কেউ ভাবতে পারেনি।


প্রতিবেদনে বলা হয়, চোরের দলটি মূলত চুরির জন্য এসেছিল। অনেক কষ্টে দরজার তালা ভেঙ্গে ফেলে তারা।
তারপর ঘরে ঢুকল। কিন্তু ওই বাড়িতে চুরি করার মতো কার্যত কিছুই ছিল না। হয়তো এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে চোরের
দল। হয়তো চোররা বাড়ির মালিকের উপর বিরক্ত ছিল। চুরি করার মতো মূল্যবান জিনিস নেই। তবে চুরি করতে এসে গৃহকর্তারবাড়িতে ৫শ টাকা রেখে যাওয়ার ঘটনা শোনা যাচ্ছে না।

More From Author

কৃষ্ণসাগর শস্যচুক্তি অর্থহীন হয়ে পড়েছিল, দাবি পুতিনের

যুবলীগ নেতার হাতের কব্জি কাটার মামলায় আসামি আ.লীগের ৩০ নেতা-কর্মী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *