স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে শনিবার দুপুরে রেফারি সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভার সভাপতিত্ব করেন উপজেলা রেফারি সমিতির সভাপতি বজলুল করিম।
সংগঠনের সাধারণ স¤পাদক নূরুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ স¤পাদক নিবাস হালদার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা রেফারি অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ স¤পাদক ইব্রাহিম হোসেন, কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক জয় সাহা, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সোহেল আল মামুন নিশাদ, নির্বাহী সদস্য মিজানুর রহমান ও রাকিবুজ্জামান। আরও বক্তব্য দেন উপজেলা রেফারি সমিতির সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম স¤পাদক রাজু আহমেদ, নির্বাহী সদস্য কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন প্রমুখ। সভায় খেলাধুলাকে এগিয়ে নিতে জেলার সকল রেফারিকে এক ও ঐক্যবদ্ধ থেকে ক্রীড়া বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আলোচনা করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপজেলা রেফারি সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।