স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)
কেশবপুরে সোমবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনুর্ধ্ব-১৭) হাসানপুর ইউনিয়নকে হারিয়ে পাঁজিয়া ইউনিয়ন চ্যা¤িপয়ন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। খেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ স¤পাদক নূরুল ইসলাম খান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।
খেলার নির্ধারিত সময়ে পাঁজিয়া ও হাসানপুর ইউনিয়ন ১-১ গোল করতে সক্ষম হয়। পরে টাইব্রেকারে পাঁজিয়া ইউনিয়ন ৬-৫ গোলের ব্যবধানে হাসানপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যা¤িপয়ন হয়েছে। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যা¤িপয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফিসহ খেলোয়াড়দের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন। খেলা দেখার জন্য মাঠের চারপাশে অসংখ্য দর্শক ভিড় করেন। #