তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনা মহামারির দুই বছরের সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেল, গ্যাস ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এজন্য আমরা দায়ী নই কিন্তু ভুক্তভোগী হতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রী অতীতের সব সংকটের মতো এই সংকটও কাটিয়ে উঠবেন।
শনিবার (১০ জুন) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উদ্বোধন ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের উপর আস্থা রেখে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ এবং লালমোহন ও তজুমদ্দিনকে স্মার্ট উপজেলায় বিনির্মাণের সুযোগ করে দিন।
অনুষ্ঠানের উদ্বোধক ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে উন্নয়নের দিকে আমরা আরও এগিয়ে যাচ্ছি।